ঝালকাঠিতে কোটা বহালের দাবিতে মানববন্ধন

  14-10-2018 02:19PM



পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি: চারকিরতে ৩০ ভাগ কোটা বহালের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে জেলার তিন শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক দুলাল সাহা, সদস্য সচিব মন্নান মুন্সি, সন্তান কমান্ডের নেতা নান্না ফকির, মনির হোসেন হোসেল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা করেছিলেন। তাই পুনরায় এই কোটা বহাল রাখার দাবি জানান তারা। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন থেকে আগামী ২৪ অক্টোবর ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। অনুরূপ কর্মসূচি জেলার নলছিটি ও রাজাপুরেও অনুষ্ঠিত হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন