শেরপুরে ৮৩টি পূজা মণ্ডপে সরকারি অনুদান বিতরণ

  15-10-2018 06:31PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সরকারিভাবে দেওয়া আর্থিক অনুদানের চালের ডিও বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারিভাবে দেয়া বরাদ্দের চালের ডিও তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের নেতা আলহাজ্ব শাহজামাল সিরাজী, বদরুল ইসলাম পোদ্দার ববি, আবু তালেব আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সম্পাদক সংগ্রাম কুণ্ড, সাংবাদিক সবুজ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত: এবার শেরপুর পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নের ৮৩টি পূজা ম-পে সরকারিভাবে ৪০দশমিক ৭মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম স্বাধীনতাবিরোধীদের সম্পপর্কে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, চক্রটি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবে গুজব ছড়িয়ে বিশৃঙখলা সৃষ্টি করতে পারেন। তবে আইন শৃঙখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। স্বাধীনতা বিরোধীদের যে কোন ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানান ইউএনও সিরাজুল ইসলাম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন