পার্বতীপুরে পালিত হলো জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  15-10-2018 09:07PM

পিএনএস, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : টেকসই উন্নয়ন- স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পার্বতীপুরের আয়োজনে ও ব্র্যাকের সহযোগীতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাট্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রবীন্দ্রনাথ রায়, উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন সরকার, ব্র্যাকের কর্মকর্তা এসএম আব্দুল মতিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশিক উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে হাত ধুয়ে দেখান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন