ডিমলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

  15-10-2018 10:32PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : ‘‘উয়ন্নয়নে গ্রামীন নারী" এ প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা ৯নং টেপাখড়ি বাড়ি ইউনিয়নে পল্লীশ্রী-প্রতীক প্রকল্প আয়োজনে তেলির বাজার মাঠ প্রাঙ্গনে ১৫ অক্টবর দুপুরে ‘‘উয়ন্নয়নে গ্রামীন নারী” আন্তরজার্তিক গ্রামীন নারী দিবস ২০১৮ পালিত হয়।

এতে প্রধান অথিতি হিসাবে বক্তৃতা করেন উপজেলা র্নিবাহী অফিসার মোছা: নাজমুন নাহার। বিষেশ অথিতি হিসাবে বক্তৃতা করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম শানিন, পল্লীশ্রী-রিকল ২০২১ প্রকল্পের সমন্বয় কারী পুরান চন্দ্র বর্মন, উপজেলা প্রচলন ইউ.জি.ডি.পি. উন্নয়ন প্রকল্প সহায়ক বিভা রায়, পল্লীশ্রী প্রতীক প্রকল্পর প্রজেক্ট অফিসার এম.এ মকিম চৌধুরী, ফিল্ডফেসিলেটেটর সুমিত্রা রানী প্রমুখ। এ ছারাও বক্তব্য রাখেন প্রতীক প্রকল্পের আওতায় উন্নয়ন মূখী আদর্শ গৃহিনী ১ শত ১৫ টি স্মাৃর্ট ফোন প্রাপ্ত নারীদের মধ্যে মোছা: ফরিদা বেগম ও শিল্পি বেগম। অনুষ্ঠানে প্রধান অথিতি তার বক্তৃতায় তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, কৃষিকাজ, গৃহপালিত পশু পালন, ব্যবসা বানিজ্য সহ যাবতীয় উন্নয়ন মুলক কাজে নারীদের অগ্রতি হওয়ার ব্যাপারে প্রতীক প্রকল্পর ভূয়সী প্রসংশা করেন। পাশাপাশি আত্ব সামাজিক কর্মকান্ডে নারীদের এগিয়ে আসতে হবে। নারীরা এখন আর অবহেলিত নয়। শিক্ষা, চাকুরি, ব্যবসা-বানিজ্য তথা রাষ্ট্রপরিচালনায়ও তারা।

অতএব, পুরুষের পাশাপাশি নারীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। এ ছারা তিনি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অপরদিকে একই ইউনিয়নের জটুয়াখাতা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়োজনে ‘‘হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্য মত” ‘‘টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেসন মাস অক্টবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮ অনুষ্ঠিতব্য এক র্যালী ও আলোচনা সভায় জটুয়াখাতা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুর আলম- এর সভাপতিত্বে ও সহকারী প্রধান মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন উপজেলা র্নিবাহী অফিসার মোছা: নাজমুন নাহার। বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন উপ-সহকারী প্রকৌশলী (জন স্বাস্থ্য) কর্মকর্তা মিঠুন কুমার রায়, পল্লীশ্রী-রিকল ২০২১ ফিল্ডফেসিলেটেটর মো: দবিরুল ইসলাম, গোলাম মোস্তাফা, ফেরদৌসয়ারা প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন