শেরপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি হাবিব

  17-10-2018 10:30PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে থাকেন। তাই সব ধর্মের উৎসবে একে অপরের সবাই সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকে। সে যে ধর্মেরই লোক হক না কেন প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করেন।

বুধবার (১৭অক্টোবর) শেরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত উপজেলার সীমাবাড়ী, ভবানীপুর, বিশালপুর, মির্জাপুর, সুঘাট ও শাহবন্দেগী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের নগদ অর্থও বিতরণ করেন তিনি।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গৌরদাস রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডু, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, আ.লীগ নেতা চঞ্চল কুণ্ডু, রতন কুমার, মিন্টু রাজ কুণ্ডু, পিএস কোরবান আলী মিলনসহ দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন