সিলেটের দক্ষিণ সুরমায় আগুনে ২৫ ঘর পুড়ে ছাই

  18-10-2018 12:39AM

পিএনএস ডেস্ক: সিলেট মহানগরের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় একটি কলোনিতে আগুনে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে কলোনির বাসিন্দারা খোলা আকাশের নিচে বিলাপ করছেন।

দক্ষিণ সুরমা দমকল বাহিনীর নেতা তোফাজ্জল হোসেন জানান, বুধবার (১৭ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে মোমিনখলা জামে মসজিদের পাশে খলিল মিয়া ও মুন্না মিয়ার কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী সিলেট মহানগর কৃষক লীগের ভূমিবিষয়ক সম্পাদক সুহেল তালুকদার জানান, আগুনে মোমিনখলার খলিল মিয়া ও মুন্না মিয়ার মালিকানাধীন কলোনির ২৫ থেকে ৩০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এই ঘরগুলোর শতাধিক নিরন্ন মানুষজন নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আর্তনাদ করছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন