অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে নারীসহ ৫ বাংলাদেশি আটক

  19-10-2018 04:15PM

পিএনএস ডেস্ক: ভারত থেকে বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃত পাঁচজন হলেন- রাহেলা বেগম (২২), টিটু (২৮), রফিকুল ইসলাম (৪০), লিটন (২৩) ও শিশু সোহাগী (৩)। এদের বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, পাসপোর্ট ছাড়া ভারত থেকে বেশ কিছু মানুষ সীমান্ত অতিক্রম করছে- তাদের কাছে এমন গোপন সংবাদ আসে। পরে বিজিবি অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের ভেতর থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করে।

এরআগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন