ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

  20-10-2018 11:23AM

পিএনএস ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী গোলাম রব্বানী (২৬) বালীয়াডাঙ্গি উপজেলার ক্যাম্পের হাট এলাকার পসির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

শনিবার ভোরে বালীয়াডাঙ্গী উপজেলার নাগরভিটার সীমান্তের ৩৮৯ নং পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পরে ভারতীয় হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানায়, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন