ডিমলায় স্পট মিটারিং ক্যাম্প অনুষ্ঠিত

  08-11-2018 09:25PM

পিএনএস, নীলফামারী ডিমলা প্রতিনিধি : “শেখ হাসিনার উদ্দ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি ডোমার জোনাল অফিস আয়োজনে ০৮ নভেম্বর নীলফামারী ডিমলা উপজেলার ডালিয়া ১ নং বাজারে দিনব্যাপী স্পট মিটারিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার আলম হোসেন , প্লান হিসাব সহকারী ফারুক আহম্মেদ , ওয়ারিং ইন্সপেক্টর দুলু মিয়া , জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম(ডিমলা) , গয়াবাড়ী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ফারুক আহমেদ। সমাজসেবক কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন ।

এসময় কথা হয় গয়াবাড়ী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ফারুক আহমেদ এর সঙ্গে তিনি বলেন পল্লী বিদ্যুৎতের সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর জন্য আজকের এই স্পট মিটারিং ক্যাম্প আয়োজন। যারা এ মিটার গ্রহন করছেন ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে তাদের বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। অফিসের বিধি মোতাবেক ৮ শত টাকা জামানত তবে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের জায়গায় হাটবাজার স্থাপন হওয়ায় গ্রাহকের মালিকানা কোন কাজগ পত্রাদি না থাকায় জামানত বাবদ ১৮ শত টাকা নেওয়া হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন