চিরিরবন্দরে ৪ জন প্রসূতি মায়ের কোলে উপহার সামগ্রী প্রদান

  15-11-2018 03:33PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ৪জন প্রসূতি মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে ৪জন সন্তান সম্ভবা রোগী স্বস্থ্য কমপ্লেক্রো ভর্তি হলে মিযওয়াইফারীর মাধ্যমে নিরাপদ নরমাল=ডেলিভারী করানো হয়।

প্রসূতি মা পেরদৌসি আক্তার জানান, হাসপাতালের চিকিৎসা সেবার মান খুব ভাল। ছেলে সন্তানসহ আমিও অন্যরা সুস্থ্য আছি। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক জানান, বর্তমানে প্রতিমাসে ৩৫ থেকে ৪০টা করে নরাল ডেলিভারী হয়ে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় প্রচারন্ চালিয়ে এ ধরনের রোগী আনতে উদ্ধুদ্ধ করা হচ্ছে। হাসপাতাল থেকে সব ঔষধ দেয়া হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন