‘শিক্ষার্থীদের সৎ আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক দিতে হবে’

  15-11-2018 08:55PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেছেন শিক্ষার্থীদের সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষ দিতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা আরো বলেন, জাতিকে উন্নত করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, অংশীজন ও শিক্ষকদের সচেতন থাকতে হবে। এরপর প্রধান অতিথি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেরা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চ, আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় ও শুকনো খাবার বিতরণ এবং উপজেলার ভ,মি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। তাদের দিকে নজর দিতে হবে। এ

সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, মিক।সা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মইনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার, উপজেলা দূর্র্নীতি প্রতিরোধ কমিটির খায়রুল আনম, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলমসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন