শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি পালন

  16-11-2018 07:35PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘মানবিক সাহায্যের হাত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল জব্বার, সংস্থাটির প্রতিষ্ঠাতা মো. এনায়েত উল্লাহ, সদস্য বেলাল হোসেন, তৌহিদুজ্জামান খান, শিক্ষার্থী তিতাস, রকি, আনজির, সাদমান, আতিক, শিশির, তানভীর, সিয়াম, নাফিজ, ইমন, সাজির, মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন