কচুয়ায় পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ল পিএসসি পরীক্ষার্থী

  20-11-2018 04:58PM

পিএনএস, আফাজ উদ্দিন মানিক (কচুয়া) : চাঁদপুরের কচুয়ায় পরীক্ষা কেন্দ্রে তৃতীয় পরীক্ষায় অসুস্থ হয়ে পড়ল এক পিএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

কেন্দ্র সচিব জানান,খাতায় প্রশ্নোত্তর লেখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আসমা আক্তার রিয়া (১১) নামে এক পিএসসি পরীক্ষার্থী। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) বাংলাদেশ বিশ্বপরিচয় পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরই অসুস্থ হয়ে পড়ে সে।

সে উপজেলার শ্রীরামপুর পহেলা গাজী বাড়ির মহিউদ্দিনের মেয়ে এবং স্থানীয় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী।

পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব ও শিক্ষকরা এই প্রতিবেদককে জানান- নির্ধারিত সময়ের আগেই আসমা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে কেন্দ্রের নিজ আসনে বসে।সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু হলে খাতায় প্রশ্নোত্তর লিখতে থাকে সে। আধা ঘণ্টা পরই হঠাৎ অসুস্থ হয়ে বেঞ্চ থেকে ঢলে পড়ে আসমা। তাকে কক্ষের বাইরে অফিস রুমে এনে মাথায় পানি দেয়া হয়। পরে দায়িত্বরত ডাক্তার আসমাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেন।

প্রাথমিক ভাবে চিকিৎসার কিছুক্ষণ পর আসমা আক্তার কিছুটা হুশ হয়। এরপর পূণরায় পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

পরীক্ষার্থীর মা জানান- আসমা আক্তার পরীক্ষার আগের দিন শনিবার (১৭ নভেম্বর) থেকে অসুস্থ।পরে ডাক্তারের পরামর্শ নিয়ে জানতে পারি আসমা আক্তার টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন