মোরেলগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত

  06-12-2018 05:41PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতিনিধি : সরকারি সেবায় জবাবদিহিতা বাড়ায় জনগনের সক্ষমতা বৃদ্ধির লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ প্রঙ্গনে “পানিই জীবন প্রকল্পের” ফেইজ-২ এর আওতায় বাংলাদেশ ডিজেষ্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার’র (বিডিপিসি) ও র্ডপ’র উদ্যোগে হেলভেটাসে’র অর্থায়নে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

জনসাধারনের সরাসরি অংশ গ্রহনের ভিত্তিতে সরাসরি প্রশ্ন উত্তরের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড: শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: আবদুল কুদ্দুস, উপজেলা কৃষি অফিসার মো: সিফাত-আল-মারুফ, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার, পরিবার পরিকল্পনা অফিসার রেবেকা খাতুন, ফিল্ড অফিসার (বিডিপিসি) মো. আইয়ুব আলী, উপজেলা সমন্বয়কারি র্ডপ মো সওকত চৌধুরী, প্রমুখ। জনগনের বিভিন্ন সমস্যার সরাসরি প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রপ্ত ব্যক্তিগন সরাসরি উত্তর প্রদান করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন