শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  09-12-2018 05:39PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় দিনব্যাপি নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (০৯ডিসেম্বর) বেলা ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী মোহাম্মদ সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ¦ শাহজামাল সিরাজী, সদস্য সচিব আব্দুস সাত্তার, সদস্য সাংবাদিক আইয়ুব আলী, জিএম গোলাম মোস্তফা, সুধীন্দ্র নাথ রায়, মাহবুবুল আলম হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন