সুন্দরগঞ্জে আসক ফাউন্ডেশন’র র‌্যালি ও আলোচনা সভা

  11-12-2018 05:13PM

পিএনএস, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’র কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনাসভা আসক ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশনের গাইবান্ধার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নিরাপদ সড়ক চাই আন্দলনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাংবাদিক ক্বারী মোঃ আবু জাহেদ খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, সহ-সভাপতি বিপ্লব কুমার, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বসুনিয়া, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক বিলকিছ বেগম, হানিফ, আতিয়ার রহমান, জুয়েল, রেজাউল করিম রেজা, সজিব বাপ্পি প্রমূখ। বক্তারা বলেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ,নির্যাতিত নারীদের আইনি সহায়তা করা এই সংগঠনের মূল লক্ষ্য ও ধারাবাহিকতা রক্ষা করে সকলকে দেশ গড়ার ভালো কাজে এবং অন্যায় কাজ প্রতিহত করা জন্য সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। আলোচনার পূর্বে একটি র‌্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন