বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  14-12-2018 04:36PM

পিএনএস ডেস্ক : বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে শহীদ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিফলকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৯ টায় ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ।

পরে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শিক্ষক সমিতি, জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক শাখা, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, গণতান্ত্রিক বাম মোর্চা, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে জেলা ও মহানগর বিএনপি সকাল ১১টায় সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন বিএনপি নেতৃবৃন্দ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন