রাঙামাটিতে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

  16-12-2018 10:23PM

পিএনএস ডেস্ক : রাঙামাটিতে পথসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের দুজন এবং বিএনপির ৩ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দল দুটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় রাঙামাটি শহরের ভেদভেদী বাজারে বিএনপির গণসংযোগ উপলক্ষে মিছিল চলাকালে অপরদিক থেকে আসা আওয়ামী লীগের একটি মিছিল আসে। এ সময় হঠাৎ করে দুই মিছিলের মধ্যে ইট-পাটকেল নিক্ষেটের ফলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভেদভেদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আরেফিন জানান, দুইটি দলের পথসভাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হলে তারা দুই দলের নেতাকর্মীদের দুইদিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আওয়ামীলীগ নেতারা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন। অন্যদিকে রাতে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন