রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  17-12-2018 07:06PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাতের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। রবিবার সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন এবং র‌্যালি বের করা হয়। পরে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রামপাল কমান্ডের সদস্য, রামপাল থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও আনসার সদস্যদের নিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্ব সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ মোঃ আবু সাইদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, সাবেক ভাইস চেয়ারম্যান হামীম নূরী প্রমুখ। দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীর অগ্রগতি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন