পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় তুরস্কের নাগরিকসহ নিহত ২

  18-12-2018 02:23AM

পিএনএস ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় বিকল পিকআপ ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বিদেশি নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের উপজেলার সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পিকআপ ভ্যানের চালক গোলাপ হোসেন (২৬) ও তুরস্কের নাগরিক আব্বাসী (৪০)। গোলাপ টাঙ্গাইলের মুধুপুর এলাকার হাসান আলীর ছেলে। মরদেহ দুটি মর্গে নিয়েছে পুলিশ।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া পিকআপ ভ্যানটিকে সেনভাগ এলাকায় মাছবাহী একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে মহাসড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে যায় পিকআপটি। এ সময় দ্রুতগামী সেঞ্চুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তার পাশের গাছের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই পিকআপ চালক গোলাপ মারা যান।

মোস্তাফিজুর বলেন, আহত পিকআপ যাত্রী আব্বাসীকে প্রথমে পুঠিয়া স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ার পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন