শেরপুরে সরকারিভাবে আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু

  18-12-2018 04:16PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সরকারিভাবে আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

সোমবার দুপুরে মির্জাপুর খাদ্য গুদামে এবং বিকেলে শেরপুর খাদ্য গুদামে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা সেমি অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মালিক সমিতির নেতা আলীমুল রেজা হিটলার, শেরপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আব্দুল্লাহ হারুন, মির্জাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকুল হোসেন টুডু প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে প্রথম প্রায় ৫০ মেট্রিকটন চাল সরবরাহ করেন আলাল এগ্রো ফুডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ফিরোজ আহমেদ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদ জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ৬হাজার ১৫৩ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এজন্য ৩৭৬জন চালকল মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রতিকেজি চালের দর নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন