পাইকগাছায় আ.লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

  19-12-2018 04:45PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় গভীর রাতে বোমা ফাটিয়ে দুর্বৃত্তরা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, ইউএনও জুলিয়া সুকায়না, ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ দিকে পুলিশ শীর্ষ ৭জামায়াত নেতা-কর্মীকে আটক করার কথা জানিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গদাইপুর বাজার মোড়ে নৌকা প্রতিকের কার্যালয়ে এ আগুনের ঘটনায় এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা শেখ আতাউর রহমান ও অনুপ ঘোষ জানান, আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত্র ১১টা পর্যন্ত মহাজোট সমর্থিত আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আক্তারুজ্জামান বাবু'র নৌকার নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে এ কার্যালয় থেকে যার-যার বাড়ীতে ফিরে যাই। বুধবার সকালে ঘটনাস্থলে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত পর পর ৫টি বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে স্থানীয়রা জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রন করলেও এ সময়ের মধ্যে অফিসে বেড়া, বাঁশ-কাপড়ের তৈরী নৌকা প্রতিক ও কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঐ রাতে ওসি, ওসি তদন্ত ঘটনা স্থল পরিদর্শন করেন। বুধবার ভোর বেলায় আওয়ামী লীগ প্রার্থী জেলা সংগঠনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, উপজেলা কমিটির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান সহ দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌছালে বিক্ষুব্দ নেতা-কর্মী সমর্থকরা তাৎক্ষনিক ভাবে বিক্ষোভ মিছিল করে এ ঘটনার প্রতিবাদ জানান।

ওসি আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা স্বীকার করে পিএনএসকে জানান, এ ঘটনায় উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী মাওঃ আ. মজিদ, পৌর কমিটির সাবেক সেক্রেটারী অ্যাড. আ. মজিদ, ডা. আ. সাত্তার সহ ৭ জনকে আটক করা হয়েছে। নির্বাচনী কার্যালয়ে আগুনে পুড়িয়ে ক্ষয়-ক্ষতির ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, পাইকগাছা-কয়রা আসনে বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের বর্তমানে জেল-হাজতে আটক জামায়াত প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ এর শতাধিক জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন