ফুলপুরে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গ্রেফতার

  19-12-2018 05:10PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এমদাদ হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগ-বিএনপির মাঝে সহিংসতাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। এর আগে পৌর কৃষকদলের সভাপতি পৌর সভার প্যানেল মেয়র হুমায়ুন কবির মিলনসহ ফুলপুরের আরো ১১ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ বদরুল আলম খান এ সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আসনে ধানের শীষের প্রার্থী শাহ শহীদ সারোয়ার দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) আওয়ামী লীগ-বিএনপির মধ্যে এক সহিংসতাকে কেন্দ্র্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২৯০ জনের নামে ও অজ্ঞাত ১৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে উপজেলা শ্রমিক লীগ নেতা এটিএম রফিকুল করিম নোমান বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন