দিঘীর মাছে গ্রামে উৎসব!

  13-01-2019 07:18PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : একটি ১২ বিঘার দিঘী। তাতে মাছ চাষ করেন গ্রামের মানুষ। এক বছর মাছ চাষ করার পর পুরো গ্রামবাসী মিলে সেই দীঘিতে মাছ ধরেন। মাছ ধরাকে কেন্দ্র করে সকাল থেকে শত শত গ্রামবাসী জড় হয় দিঘীরপাড়ে। ভাগা (ভাগ করা) করা হয় তিন শতাধিক। আর দুইদিন আগে থেকে দাওয়াত দেয়া হয় আত্মীয়-স্বজন ও জামাইদের। গ্রামজুড়ে চলে আনন্দ উৎসব। এমনি একটি উৎসবের গ্রাম তানোর পৌর এলাকার গুবিরপাড়া। যেখানে প্রতি বছর আয়োজন করা দিঘীর মাছ ধরা উৎসব। আর এই উৎসব দীর্ঘ শত বছর ধরে চলে আসছে বলে জানান দিঘী কমিটির সহ-সভাপতি আজগর আলী।

দিঘী কমিটির সভাপতি সাবেক সার্জেন্ট মুনীরুজ্জামান মনির জানান, এটা আমাদের গ্রামে শত বছর ধরে চলে আসা একটি রীতি। পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ করে বছরের একটি নিদিষ্ট দিনে মাছ ধরা হয়। এবারে এক থেকে দেড় কেজি কাতলা মাছকে সমান ভাগে প্রায় ৩৫০টি ভাগা করা হয়েছে। এতে আমাদের পুরোগ্রাম এক আনন্দউৎসবে পরিণত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন