‘দেশকে এগিয়ে নিতে তথ্য-প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটাতে হবে’

  13-01-2019 07:37PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে তথ্য-প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটাতে হবে। বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করছে। কারণ প্রযুক্তিগত শিক্ষা অর্জন ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।

রোববার (১৩জানুয়ারি) দুপুরে শেরপুর পৌরশহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘তথ্য প্রযুক্তি কেন্দ্রের’আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম জুথির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় আমেরিকার একটি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোল্লা ফজলুল হক বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি মানুষের কল্যাণে কাজ করবো। শিক্ষার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বাকিটা জীবন শিক্ষার মানোন্নয়নে কাজ করতে পারি। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহজামাল সিরাজী, আনসার ভিডিপির কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, আ.লীগ নেতা শামীম ইফতেখার, আবু তালেব আকন্দ, পিএস কোরবান আলী মিলন প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে একই অনুষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন