তথ্য অধিকার আইনে শ্রেষ্ঠ এ্যাক্টিভিসট নির্বাচিত হলেন সাংবাদিক লিয়াকত

  13-01-2019 10:30PM

পিএনএস, নওগাঁ প্রতিনিধি : তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৮(১) এর ধারায় রাজশাহী অঞ্চলের মহাদেবপুর-পত্নীতলায় শ্রেষ্ঠ এ্যাক্টিভিসট নির্বাচিত হলেন সাংবাদিক লিয়াকত আলী বাবলু।

বিশ্ব ব্যাংকের সহযোগীতায় দি হাংঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে গত শনিবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার আলেহা স্যোসাল সার্ভিস ট্রেনিং ভেনুতে শ্রেষ্ঠ এ্যাক্টিভিসটের পুরুষ্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দি হাংঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মিজানুর রহমান, আসির উদ্দিন প্রোগ্রাম অফিসার রাজশাহী অঞ্চল নওগাঁ, মাসুদুল করিম ডিস্ট্রিক ফ্যাসিলেটিটর।

উল্লেখ্য, গত ৪-৭ ডিসেম্বর রাজশাহীর ডাসকো ট্রেনিং সেন্টারে দি হাংঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষনের ১ মাসের মধ্যে অংশগ্রহনকারীদের যে তথ্য চেয়ে সর্বোচ্চ সংখ্যক আবেদন করবে তাকে শ্রেষ্ঠত্বের এ্যাক্টিভিস্টের পুরুষ্কার দেয়া হবে। লিয়াকত আলী বাবলু এ সময়ের মধ্যে ১০১টি আবেদন করে শ্রেষ্ঠত্বের পুরুষ্কার অর্জন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন