রামগড়ে জনসংহতি সমিতির নেতা খুন

  15-01-2019 10:05AM


পিএনএস ডেস্ক: রামগড়ে জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের নেতা মোহন ত্রিপুরাকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে জগন্নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহন ত্রিপুরা জনসংহতি সমিতির রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে, ওই এলাকার প্রবেশ ত্রিপুরার বাড়িতে অবস্থানকালে একদল অস্ত্রধারী তাঁকে গুলি করে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ইউপিডিএফ সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা জানান, মোহন ত্রিপুরা দলের সদস্য ছিলেন। প্রসিত খীসাপন্থী ইউপিডিএফের সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে। তবে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা এমন অভিযোগ অস্বীকার করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন