তানোরে সারের গোডাউনে আগুন অর্ধলক্ষ টাকার ক্ষতি

  15-01-2019 09:43PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : জেলার তানোরে সারের গোডাউনে আগুন লেগে অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারে মের্সাস সৌরভ ট্রেডার্সে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে দরগাডাঙ্গা বাজারে অবস্থিত মের্সাস সৌরভ ট্রেডার্স এর সারের গোডাউনে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘর মালিক সিরাজুল তালাবন্ধ গোডাউন ঘরটি খুললে দেখাতে পান ঘরের ভেতর থেকে আটকানো আছে। পরে ঘরের পিছন ছাদের টিন ভেঙ্গে আধঘন্টা ব্যাপি পানি দিয়ে আগুন নেভানো হয়।

সার গোডাউনের মালিক সিরাজুল ইসলাম বলেন, আমার সারের গোডাউন ঘরের পেছন থেকে টিন ফাঁক করে ঢুকে সামনে দরজা আটকিয়ে আগুন দেয়া হয়েছে। এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। এতে আমার প্রায় অর্ধলক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এর আগেও আমার সারের দোকানে সিঁধকেটে একলক্ষ টাকার মালামাল চুরি করা হয়েছে। আগুন লাগার বিষয়ে থানায় অভিযোগ করেছি।

এ নিয়ে কলমা পুলিশক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হক মৃধা ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আমরা ঘটনা শুনামাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নেভানোর সহায়তা করি। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন