ডিমলায় সেচ ক্যানেলের কাজ সমাপ্ত

  17-01-2019 08:51PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : আসন্ন বোরো (খড়িপ) মৌসুমে কৃষক যেন ক্যানেলের পানি সেচের মাধ্যমে সোনালী ফসল ধান চাষাবাদ করে নির্বাঘেœ ঘরে তুলতে পারে তারই নিমিত্তে টি১টি,টি২টি, ও টি১এটি প্রায় ২ কিঃ মিঃ করে ক্যানেলের কাজ সম্পূর্ন করা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন পওর শাখা কর্মকর্তা ফিরজ আলম বলেন ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে উপরোক্ত ক্যানেলগুলো মেরামতের করা হয়েছে।

তাছাড়া বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ , কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তাদের সুখ তো সবার সুখ তাই (খড়িপ) মৌসুমে বৈদুৎতিক খরচের চেয়ে স্বল্পমূলে ক্যানেলের পানি দ্বারা চাষাবাদ করলে তারা সাশ্রয়ী এবং ফসলে লাভবান হবে । ঝুনাগাছ চাপানী চাষী ক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য চাহিদা অন্যতম । তাছাড়া এই খাতটি উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাদ্য সংকট নিরসনে যে ভূমিকা পালন করেছে তা প্রসংশনীয় । মানুষ আর আগের মত খাদ্যর জন্য হাহাকার করে না তাই পানি উন্নয়ন বোর্ড এর নিকট প্রত্যাশা রাখি যেসকল পরিত্যাক্ত ক্যানেলগুলো রয়েছে সেই বিষয়ে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করেন ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন