শিশুকে ওষুধ ভেবে মুখে বিষ তুলে দিলেন মা

  20-01-2019 09:03PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত আড়াই বছরের শিশু তাওহীদকে রোগ নিরাময়ের জন্য ওষুধের বোতল মনে করে মুখে বিষ তুলে দিয়েছেন মা। পরে মায়ের সামনেই তার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে।

রোববার (২০ জানুয়ারি) সকালে ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের জালাল উদ্দিনের আড়াই বছরের শিশু তাওহীদ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত ছিলো। রোগ নিরাময়ের জন্য সঠিক সময়ে ওষুধ সেবন চলছিলো তার। অন্য দিনের মত রোববার সকালে ওষুধ খাওয়ানোর সময় ওষুধ মনে করে তাওহীদকে ঘরে থাকা বিষ খাইয়ে ফেলেন তার মা। পরে পরিবারের লোকজনের সামনে নিস্তেজ হয়ে পড়ে তাওহীদ।

বিষয়টি টের পেয়ে দুপুর একটার দিকে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলেন ঘোষণা করেন শিশু তাওহিদকে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত জানান, ‘ইসিজি করে শিশুটিকে মৃত পাওয়া যায়।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন