ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন

  20-01-2019 09:25PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রামের মাদক ব্যবসায়ী মাসুম সিকদারের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজী ও নিরিহ মানুষকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে মানববন্ধন করে গ্রামবাসী মাসুমকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অশংগ্রহণকারীরা অভিযোগ করেন, মাসুম সিকদার বিকনা গ্রামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এলাকার নিরিহ মানুষের কাছে চাঁদা দাবি করেন সে। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করা হয় স্থানীয়দের। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করেও কোন সুরহা হয়নি। অবশেষে তাঁর অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন বিকনা গ্রামের বাসিন্দারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিকনা গ্রামের নির্যাতিত রাসেল খান, রুমা বেগম ও কহিনুর বেগম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন