ডিমলায় ছিটমহলবাসীদের মাঝে ডিসি’র কম্বল ও শুকনা খাবার বিতরণ

  20-01-2019 09:37PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার বিলুপ্ত চারটি ছিটমহল সহ তিস্তানদী পাড়ের গরীব দুঃখী অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

গতকাল সকালে বিতরনের সময় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন সহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ , জেলা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সহকারী কমিশনার (আইসিটি) পূদম পুষ্প চাকমা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যান) জাহাঙ্গীর হোসাইন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (তথ্য অভিযোগ ও প্রবাসী কল্যান) শাখী ছেপ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কান্তি ভূষণ রায়, উপস্থিত থেকে বিলুপ্ত সাবেক ছিটমহল বর্তমান নতুন নামে মুজিব নগর, নয়া বাংলা, আনন্দপুর ও নগর জিগাবাড়ী এবং তিস্তাপাড়ের খগাখড়িবাড়ি এলাকার বিভিন্ন যায়গায় এক হাজার পরিবারের মানুষ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও পাঁচ কেজি চাউল, এক কেজি করে মসুর ডাল, লবন, শুকনা চিড়া, চিনি, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি করে শুকনো মুড়ি, বিস্কুট, এক ডর্জন মোমবাতি ও দিয়াশালাই সহ বিতরণ করেন। বিতরনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের অফিস সুপার বাবু মনি ভূষণ রায়, অফিস সহকারী রোকনুজ্জামান রোকন, উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসের অনন্ত কুমার রায় ও প্রফুল্য কুমার সেন প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন