ডিমলায় রমরমা দেহ ব্যবসা বন্ধের প্রতিবাদে সহোদর ভাইসহ এলাকাবাসী

  21-01-2019 07:37PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : এক পরিবারের রমরমা দেহ ব্যবসা, বন্ধের প্রতিবাদে সহোদর ভাইসহ এলাকাবাসী। ঘটানাটি ঘটেছে নীলফামারী ডিমলা উপজেলার ৮নং ঝনুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিন ঝুনাগাছ চাপানী গ্রামে। একই এলাকার বাসিন্দা মো:অবর উদ্দিনের ছেলে মো: আনিচুর রহমান ও মো: জামিয়ার রহমান অভিযোগ করে বলেন, আমার সহোদর বোন মোছা: আমেনা খাতুন এবং তার দুই মেয়ে মোছা: জয়নব খাতুন ও মোছা: নুরবানু আক্তার দেহ ব্যবসা ও পতিতাবৃত্তির মাধ্যমে সমাজের বিশৃংখলা পরিবেশ সৃষ্টি করায় এলাকার তরুন যুব সমাজ আজ ধ্বংসের সম্মুখিণ হওয়ায় এলাকাবাসী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিরা আমাদের নিকট একটি অভিযোগ ও গন স্বাক্ষর প্রতিবেদন দেন। অতপর আমেনা বেগমকে উক্ত ঘৃনিত পদ থেকে সরে আসতে বললে সে বলে এখন তো আমার মেয়ে দুটিকে লাগিয়েছি এর পর আমার ছেলের বৌকেও লাগাবো । যেমন কথা তেমন কাজ। এর কিছুদিন পর তার বৌমা মোছাঃ প্রিয়া বেগমকেও এ পেশায় নিয়োজিত করে। প্রিয়ার স্বামী জলিলকে বিষয়টি অবগত করলে উত্তরে বলে আমরা কি করমো না করমো সেটা কি তোমাদের বলতে হবে ? এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমাদের পরিনাম ভালো হবে না। জলিল আরো জানায় আমি তোমাদের সম্মুখে মাদক ও গাঁজা বিক্রি করিব পারলে ঠেকাও।

এ ছাড়াও জলিল তার মামাকে গুম, খুন ও প্রাণনাশের হুমকি প্রদানের তাদের ব্যবসার খদ্দরসহ রাতের আধারে রাস্তা গতিরোধক করে এবং এলাকার বেশ কিছু লোকজনদের বিরুদ্ধে ডিমলা থানায় অভিযোগ দায়ের করে। এতে আমরা ও এলাকাবাসী নিরুপায় হয়ে এলাকার প্রায় শতাধিক এর বেশি লোক তাদের ছেলে মেয়েদের ভবিষ্যত কে চিন্তা করে উক্ত যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ও গনস্বাক্ষর করেন এবং অনুলিপি কপি সংশ্লিষ্ট, নীলফামারী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা থানা, ডিমলা রিপোর্টার্স ইউনিটি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ বরাবরে প্রেরণ করেন। উল্লেখ্য এক অপরাধ হাজার অপরাধের জন্ম দেয়। তাই এহেন অপরাধে দেশ ও জাতিকে কলঙ্কে হাত থেকে রক্ষার করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন সুধি সমাজ। এলাকাবাসীর প্রাণের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দূত ব্যবস্থা গ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন