পাইকগাছা হাসপাতালের সেবারমান বৃদ্ধির আহবান

  23-01-2019 08:49PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ এমপি মো.আক্তারুজ্জামান বাবু সরকারি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিতে চিকিৎসকদের পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজকর্মী, এনজিও সহ সমাজের দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহবান জানান। চিকিৎসদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো সেবা নিন বলে তিনি দীর্ঘদিনের চিকিৎসক সহ জনবল সংকট পূরণে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে কিন্তু হাসপাতালের পরিস্কার-পরিছন্নতা, সাব ডিলার দিয়ে নোংরা পরিবেশে রোগীদের মাঝে নিম্ন মানের খাবার সরবরাহ সহ্য করা হবেনা বলে ঘোষণা দেন।

স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে বুধবার হাসপাতাল চত্বরে কমোনিটি সাপোর্ট গ্রুপ আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন। তিনি সহকারী কমিশনারের বক্তব্যের সুরে জনপ্রতিনিধিদের উদ্যেশে ভিজিডি-ভিজিএফ ও শিশু কার্ড বিতরণে অর্থ গ্রহণের অভিযোগের বিষয়ে ভিক্ষা বৃত্তির শামিল বলে মন্তব্য করেণ। সাপোর্ট কমিটির সভাপতি মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান- অ্যা. সম বাবর আলী, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান- রশীদুজ্জামান, এসিল্যান্ড আব্দুল আউয়াল, ওসি ( অপারেশন) রহমত আলী, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, টি এস এ ডা. মারুফ হোসেন, সাবেক ডা. প্রভাত কুমার দাশ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল, চেয়ারম্যান কওসার আলী, রিপণ মন্ডল, আনোয়ারুল ইকবাল মন্টু। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান-মনছুর আলী গাজী, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরন মন্ডল, জিএম আজাহারুল ইসলাম, পূজা পরিষদ সভাপতি সমিরন কুমার সাধু, বাবুল সরদার, হেমেশ মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, কৃঞ্চপদ মন্ডল, ডা. নজরুল ইসলাম, ডা. সাফিকুল ইসলাম, ডা. সুজন কুমার সরকার, ডা. প্রশান্ত কুমার মন্ডল, ডা. সঞ্জয় মন্ডল, ডা. সামিয়ুল ইসলাম, ডা. সুদীপ ঢালী, কাউন্সিলর সেলিম নেওয়াজ, আলাউদ্দীন, আসমা আহম্মেদ, কবিতা রানী দাশ, তৈয়েবুর রহমান সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন