ঘোষনা ছাড়াই বিদ্যুৎ সকালে যায়, আসে সন্ধায়!

  12-02-2019 10:17PM

পিএনএস ডেস্ক :ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৪ টি গ্রামে পল্লীবিদ্যুৎ সরবরাহ বন্ধ রাকা হচ্ছে কোন পূর্ব ঘোষনা ছাড়াই। এতে গ্রামবাসীদের দুর্ভোগের শেষ নেই। লাইনের আপগ্রেডিং কাজের কথা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

কাঁঠালিয়া পল্লীবিদ্যুৎ সুত্রে জানাযায়, পাটিখালঘাটা ইউনিয়নের ঘোষেরহাট, মরিচবুনিয়া, তারাবুনিয়া, পাটিকেলঘাটা গ্রামের ১১ হাজার ভোল্টের মেইন লাইনে আপগ্রেটিংয়ের কাজ চলছে। গতকাল সোমবার থেকে এই কাজ শুরু হয়ে ১০ দিন চলবে বলে জানাযায়।

ঠিকাদার স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষকে না জানিয়ে হাঠাৎ করেই এই কাজ শুরু করেন। এতে ভোগান্তিতে পরে ঐ চার গ্রামের হাজার হাজার মানুষ। সকাল ৯ টায় বিদ্যুৎ নিয়ে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়।

এ প্রসঙ্গে পাটিখালঘাটা ইউনিয়নের চেয়ারম্যান শিশির চন্দ্র দাস বলেন, গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সকালে যায় সন্ধ্যায় আসে। এর আগেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে আসছে। তবে কর্তৃপক্ষ কোন পূর্ব ঘোষণা ছাড়াই এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বন্ধ রেখে লাইনের কাজ করছে বলে জানায়।

এ বিষয়ে কাঁঠালিয়া পল্লী বিদ্যুতের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এজিএম রাজন কুমার দাস জানান, গত সোমবার থেকে হঠাৎ করে ঠিকাদার আপগ্রেডিং কাজের শিডিউল না জানিয়েই কাজ শুরু করায় এ সমস্যা দেখা দিয়েছে। আমি তাকে বলেছি এভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হলে জনসাধারনের ভোগান্তি হয়। তাই একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা যাবেনা। আগামী ১০ দিন এ কাজ চলবে বলে ঠিকাদার জানিয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন