ডিমলায় গাল্স স্কুল এন্ড কলেজের বহু ভবনের কাজ সমাপ্ত

  17-02-2019 05:32PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার লক্ষ্যে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তরতাজা বই তুলে দেওয়া, স্কুল ফিডিং , মিড ডে মিল, উপবৃত্তি প্রদানসহ নানামূখী উন্নয়ন কর্মকান্ডের অংশ বিশেষ নীলফামারী ডিমলা উপজেলা নাউতারা গাল্স স্কুল এন্ড কলেজে মাধ্যমিক স্কুলসমূহের উদ্ধমূখী সম্পসারণ র্শীষক প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ১৭ ফেব্রুয়ারী বহুতল ভবনের ছাদ ঢালাই -এর কাজ সমাপ্ত হলো ।

এসময় উপস্থিত ছিলেন নাউতারা গাল্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হাবিব চৌধুরী (বাবু), সহকারী শিক্ষক সাইদুল ইসলাম (ডিসি), আফজাল হোসেন, নাজমুল হোসেন, প্রদোষ কুমার রায়, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরহাদ হোসেন, লতিফুর রহমান (জলঢাকা), ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মহসেনা এন্টার প্রাইজ সমন্বয়ক ইসতিয়াক আলী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন