সুন্দরগঞ্জে কাঁঠেরব্রিজ নির্মাণ

  18-02-2019 05:56PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউএনওর বাঁধা উপেক্ষা করে তিস্তার শাখা নদীর উপর সেচ্ছাশ্রমে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্বোধন করা হয়েছে।


জানা গেছে, সোমবার সকালে এলাকাবাসীর উদ্যোগে নদীর পূর্ব পাড়ে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্বোধনী এক আলোচনা সভা ইউপির সবেক চেয়ারম্যানের জহুরুল সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ-আল-মামুন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা, বেলকা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজি প্রমূখ।

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ব্রিজ নির্মাণের কাজে বাঁধা প্রদান করেন। এতে শত-শত এলাকাবাসী উত্তেজিত হয়ে জন সাধারনের চলাচলের সুবিধার্থে উপজেলা নির্বাহী অফিসারের বাঁধা উপেক্ষা করে কাঁঠেরব্রিজ নির্মানের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জানান স্থানটি জেলা পরিষদের হওয়ায় তাদের পরামর্শ ক্রমে ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন