সুন্দরবনে বনদস্যু আছাবুর বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, নিহত ১

  18-02-2019 06:22PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বগেরহাট) : রবিবার রাত ১১টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যগণ কোস্ট গার্ড সদস্যদের উপর গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সদস্যগণ উক্ত স্থান হতে পালাবার চেষ্টাকালে ০৪ (চার) টি আগ্নেয়াস্ত্র ও ০১ (এক) রাউন্ড তাজা গোলাসহ গুলিবিদ্ধ অবস্থায় (অজ্ঞাত নামা) একজন ডাকাত সদস্যকে উদ্ধার করে।

আটককৃত ডাকাত সদস্যকে উদ্ধারের পর দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উক্ত ডাকাত সদস্যকে মৃত বলে ঘোষনা করে। আটককৃত জলদস্যু, আগ্নেয়াস্ত্র ও তাজাগোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা,বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন