ডিমলায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

  19-02-2019 07:10PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সুষ্ঠ সেচ ব্যবস্থাপনার নিমিত্তে নীলফামারী ডিমলা উপজেলার উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তার দপ্তর, বাপাউবো, রংপুর এর আয়োজনে চাপানী হাট চাষী ক্লাবে ১৮ হতে ১৯ ফেব্রুয়ারী সকাল ০৯ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত কৃষক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এস১টি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন চাপানী হাট সভাপতি ও ঝুনাগাছ চাপানী চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূখ্য সম্প্রসারন কর্মকর্তা পাবাউবো রংপুর মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থাপনা ফেডারেশন সভাপতি মোঃ মিরাতুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ জিয়াউর রহমান জিয়া। আরও উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী খালিশা চাপানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রশিক্ষণ প্রদান করেন কোর্স কো-অর্ডিনেটর অমলেশ চন্দ্র রায় , (উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা , বাপাউবো , রংপুর), সম্প্রসারন কর্মকর্তা বাপাউপো ডালিয়া মোঃ রফিউল বারী । প্রশিক্ষণে অংশ নেন এস১টি খালের ৩০ জন সুবিধাভোগী কৃষক ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন