কবি জীবনানন্দ দাশের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরতলীর ইকোপার্কে উৎসব

  20-02-2019 04:13PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঘোড় দৌড়, ঘুড়ি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর মেলার মধ্য দিয়ে ঝালকাঠিতে শেষ হয়েছে দু’দিন ব্যাপী জীবনানন্দ উৎসব। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরতলীর ইকোপার্কে উৎসব শুরু হয়।

কবি জীবনানন্দ দাশকে স্মরণ এবং তার স্মৃতিকে ধরে রাখতে প্রথমবারের মত জেলা প্রশাসন আনুষ্ঠান আয়োজন করে। ঝালকাঠির সুগন্ধা- বিশখালি আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে ইকোপার্কে সোমবার বিকেলে উৎসব শুরু হয়। দুদিন ব্যাপী উৎসবে ৩৫ টি ষ্টল নিয়ে বসে মেলা। নাগর দোলা ও শিশু খেলনা, বই, কারু ও চারু শিল্পের পসরা বসে মেলা জুড়ে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা নৃত্য, সংগীত আর আবৃত্তি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে। মেলার প্রথম দিন ঘুড়ি প্রতিযোগিতা আর শেষ দিন ঘোড় দৌড় ছিলো বিশেষ আকর্ষণ। ঝালকাঠি সদর আসনের এমপি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উৎসবে হাজারো মানুষের ঢল নামে। মঙ্গলবার রাতে উৎসব শেষ হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন