প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেলেন কবিরহাটের মিজান

  20-02-2019 06:45PM

পিএনএস ডেস্ক : কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশনে গুাত্বপূর্ণ অবদানের জন্য এ বছর পদক পেয়েছেন বাহিনীর ১৬ জন কর্মকর্তা, ২২ জন নাবিক ও ২ জন বেসামরিক কর্মকর্তা-কর্মচারী। এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক এই ৪টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়েছে। তার মধ্যে বর্তমান নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন কালে অকুতোভয় অবদান, বীরত্ব/সাহসীকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদকে ভূষিত হয়েছেন।

এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদকপ্রাপ্তরা হলেন ক্যাপ্টেন এম ইকরাম হোসেন, লে. কমান্ডার এস এম ফজলুল করিম, লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল, লে. কমান্ডার এম হামিদুল ইমলাম, লে. কমান্ডার নুরুজ্জামান শেখ, লে. মাহাবুবুল আলম শাকিল, লে. সাখাওয়াত কবির, সৈয়দ জাহাঙ্গীর হাসান, সোহেল রানা ও অন্তু চন্দ্র দাশ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, ক্যাপ্টেন এম এহসান উল্লাহ খান, লে. ফয়সাল বীন রশীদ, এম মজিবুর রহমান, এম জাহিদুল ইসলাম পাঠান, মো. আব্দুস সামাদ, মো. আমির হোসেন, মো. নুরে আজম, এম মাসুদ রানা ও মো. রবিউল ইসলাম।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন কমডোর মীর ইমদাদুল হক, কমান্ডার এম রিয়াজ হাসান, লে. কমান্ডার এম আসিফ ইবনে হায়দার, সার্জন লে. এম মাহমুদুল হাসান খান, এম কাওছার হোসেন, মো. বদরুল হক, মো. রফিক উদ্দিন, সাদিকুল ইসলাম, মো. লতিফুল আকরাম ও শিপলু কুমার কর।

এছাড়া, প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন ই. কমান্ডার সানাউল নোমান (বর্তমানে ক্যাপ্টেন পদবি), সা. লে. এম আশমাদুল ইসলাম, এস এম মোজাফ্ফর আহম্মেদ, এম মোসলেহ উদ্দিন ভ‚ইঁয়া, মো. ওবায়দুল হক ভ‚ইঁয়া, আশরাফ ইবনে আল মামুন, এম ফিরোজ আলম, মো. মমিনুল ইসলাম, মিজানুর রহমান ও শাহানারা বেগম।

মিজানুর রহমান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বাটইয়া গ্রামের তালেব পাটওয়ারী বাড়ির মৃত মাষ্টার ওজি উল্যাহর ছেলে। তার মায়ের নাম রাজিয়া বেগম। তিনি ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের জনক।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন