নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কের বেহাল দশা

  20-02-2019 08:24PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : বেহাল দশায় পরিণত হয়েছে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক। সড়কজুড়ে বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়ক কর্তৃপক্ষ বলছে সড়কটি চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন হলেও জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক নির্মাণ শুরুতে বিলম্ব হচ্ছে। সড়ক নির্মাণ কাজ শুরুতে বিলম্ব হলে সাময়িকভাবে দ্রুত সড়ক সংস্কারের দাবী এলাকাবাসীর।

সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ইসলামপুর খেয়াঘাট-ঘোড়াশাল সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। সরকার ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ঢাকা-সিলেট মহাসড়কে সংযুক্ত থাকায় সড়ক বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক এটি। প্রতিদিন এলাকাবাসীর যাতায়াতসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হাজারো মালবাহি গাড়ী চলাচল করে এই সড়কে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী, যাত্রী ও চালকদের।

স্থানীয়রা জানান, পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে সড়কটি চার লেনে উন্নীত করণ প্রকল্প গত বছর একনেকে অনুমোদন হলেও শুরু হয়নি সড়কের নির্মাণ কাজ। নতুন সড়ক নির্মাণের আশায় এখন আর সংস্কারও হচ্ছে না সড়কটি। এতে কোথাও কোথাও দেবে গিয়ে পাশের খাদে ভেঙ্গে পড়েছে সড়কের অংশ। ফলে দুর্ভোগের চূড়ান্ত সীমায় পৌঁছেছে সড়কটি। জরুরি পণ্য পরিবহনসহ অসুস্থ হলে রোগীদের হাসপাতালে নেয়াও সম্ভব হচ্ছে না এ সড়কে। দীর্ঘদিনের জনদূর্ভোগ লাগবে দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজ শুরু করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই বলেন, গত বছর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল চার লেন সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ৮৬৫ কোটি ৪৫ লাখ টাকা একনেকে পাস হয়। চার লেন রাস্তার দুই পাশে জমি অধিগ্রহণ করা হবে ১৫০ ফুট, যা বর্তমানে রয়েছে ২৫ ফুট। শুনেছি জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই সড়ক তৈরির কাজ শুরু হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ নরসিংদী বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, চলাচলের উপযোগী রাখতে নিয়মিত সড়ক সংস্কার করা হয়ে থাকে। এ সড়কটি যেহেতু চারলেন হচ্ছে সেক্ষেত্রে এই মুহুর্তে খুব বেশি ব্যয় করে সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। স্থায়ীভাবে সমস্যা সমাধানে আরও সময় প্রয়োজন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলেই চারলেন সড়ক নির্মাণের কাজ শুরু হবে।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ৯৩৭ কোটি টাকা ব্যয়ে এ সড়কটি চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন হলেও জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ের কার্যবিবরণীর অপেক্ষায় কাজ শুরু করাতে বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত চলমান এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল ও ইসলামপুর খেয়াঘাট পর্যন্ত একুশ কিলোমিটার এই সড়কে প্রতিদিন প্রায় আট হাজার যানবাহন চলাচল করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন