আশুগঞ্জে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  20-02-2019 09:01PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা আশুগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে জেলার আড়াইসিধা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্তাবধায়ক মো. বাদল শিকদার সাথে ছিলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা মোতাবেক আশুগঞ্জের আড়াইসিধা বাজরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ বিহীন ঔষধ, স্যাম্পল বিক্রি ও দোকানে নোংরা পরিবেশ থাকায় চারটি দোকানকে বিভিন্ন ধারা অনুযায়ী ৩৩ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।

তিনি আরো জানান, আশুগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় নিয়মিত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন