শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

  21-02-2019 09:31PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপলক্ষে বৃহস্পতিবার একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার ও পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, উপজেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এরপর সকালে উপজেলা পরিষদ থেকে প্রভাত ফেরির র্যালি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ¦ হাবিবর রহমান, পৌর মেয়র আব্দুস সাত্তার, আ.লীগ নেতা আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক, আহসান হাবিব আম্বীয়া, শাহজামাল সিরাজী প্রমুখ। এছাড়া একই অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন