রাজবাড়ীতে হিজড়াদের নিয়ে উত্তরণ ডেইরীর যাত্রা শুরু

  22-02-2019 07:40PM

পিএনএস ডেস্ক : তৃতীয় লিঙ্গেও জনগোষ্ঠী হিজড়াদের নিয়ে করছে উত্তরণ ডেইরী। হিজড়াদের আত্মসর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্য নিয়েই মূলত কাজ করে আসছে এ সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স এর ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন) হাবিবুর রহমান (বার), পিপিএম।

শুক্রবার রাজবাড়ীতে যাত্রা শুরু করলো উত্তরণ ডেইরী। জেলার সদর উপজেলার মাধব লক্ষীকুল গ্রামে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে এ সংগঠনটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান।

রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা প্রশাসক মো. শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, পৌর মেয়র মুহম্মদ আলী চৌধুরী, ঢাকা বিভাগের উপ-কর কমিশনার আয়শা সিদ্দিকা শৈলী, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, উত্তরণ ডেইরীর তত্বাবধায়ক চৈতি।

জানা গেছে, রাজবাড়ীতে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গেও জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবে এ সংগঠন। উত্তরণ ডেইরী ফার্মে প্রাথমিকভাবে ৪টি গরু নিয়ে যাত্রা শুরু করবে। এ ডেইরী ফার্ম থেকে ১৭ জন তৃতীয় লিঙ্গের মানুষ প্রাথমিকভাবে সুবিধা পাবে বলে জানান রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন