বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক আমান উল্লাহ খানের মৃত্যুবাষিকী আজ

  14-03-2019 10:16PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী, বর্ষীয়ান জননেতা মরহুম আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবাষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামের জামে মসজিদে আজ শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিল, শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া কাল শনিবার সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত জয়লা জুয়ান ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া সাহফিল করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-ধুনট এলাকার জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। সভাপতিত্ব করবেন জয়লা জুয়ান ডিগ্রি কলেজের সভাপতি মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খান। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য ১৯৬৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে তোফাজ্জল হোসেন মানিক মিয়া তাঁকে দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলীয় ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে নিয়োগ দেন। সাংবাদিকতায় যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালের সাধারণ নির্বাচনে তিনি বগুড়া-৫ শেরপুর-ধুনট আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে তার প্রচেষ্টায় শেরপুর থানা স্বাস্থ্যকেন্দ্র ও বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমী স্থাপিত হয়। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসায় টাইটেল (কামিল) ক্লাসের উদ্বোধন করেন। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মরহুম আমান উল্লাহ খান গত ২০১৮ সালের ১৫মার্চ ইন্তেকাল করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন