আইন অমান্য করায় অটোরিকশা খালে ফেলে দিল পুলিশ

  15-03-2019 12:29AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় আইন অমান্য করে চালানো সিএনজি অটোরিকশার পাঁচটি পাশের খালে ফেলে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে পটিয়া হাইওয়ে ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, যোগাযোগ মন্ত্রণালয় থেকে মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলায় তা মানা হচ্ছে না।

আজ সকালে মহাসড়কে নিষিদ্ধ গাড়ির বিরুদ্ধে মামলার পাশাপাশি আটক গাড়িগুলো পাশের খালে ফেলে দেয় পুলিশ।

পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান বলেন, মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ। নিয়মিত অভিযানে সিএনজি অটোরিকশাগুলোর বিরুদ্ধে মামলা দেয়া ছাড়া কিছু করার থাকে না।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন