সিলেটের গির্জাগুলোতে র‌্যাবের কঠোর নিরাপত্তা

  18-03-2019 10:28AM

পিএনএস ডেস্ক:নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর সিলেট বিভাগের খ্রিষ্টান সম্প্রদায়ের গির্জাগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) -৯।

ক্রাইস্টচার্চের ওই হামলার ঘটনায় সিলেটে খ্রিষ্টানদের উপাসনালয়গুলোতে কেউ যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে এই নিরাপত্তা জোরদার করে র‍্যাব-৯।

রোববার (১৭ মার্চ) রাতে র‍্যাব-৯-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগের চার্চগুলোতে আমরা প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চার্চগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন ১০০ জন র‍্যাব সদস্য। এমন তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন