সুন্দরগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

  18-03-2019 03:49PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত শনিবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কলেজের যষ্ঠ শ্রেণি হতে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ৪ টি গ্রুপে প্রতিযোগিতার বিষয় ছিল ভাষা, গণিত, কম্পিউটার, বিজ্ঞান ও ইস্টাডি। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক এসএম আশাদুল ইসলাম, আব্দুর রশিদ, সহকারি অধ্যাপক ড. ইসমাইল হোসেন, আব্দুর রহিম, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপস্থিত ছিলেন জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বিচারক ও অতিথিগণ।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন