সরাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন

  18-03-2019 10:21PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি,এই শ্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপনে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিক্ষা উপকরণ মেলার উদ্ধোধন হয়। মেলায় কয়েকটি স্টল নির্মিত । উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দফতরের যৌথ আয়োজনে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাত্র ৮/১০ জন শিক্ষক উপস্থিতি দেখে আগত অতিথিরা ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিতি বাড়ানোর অপেক্ষার একপর্যায়ে সকাল সাড়ে এগারটায় মেলার উদ্ধোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ মেলায় উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে আসা সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন জানান, জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষা উপকরণ এ মেলায় শিক্ষক উপস্থিতি আরো বেশি হলে পরিবেশ সুন্দর হতো।

মেলায় আগত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এই মেলায় অংশগ্রহন করার জন্য তেমন জোর দিয়ে বলা হয়নি। তাই শিক্ষকরা আসেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ মেলায় শিক্ষক উপস্থিতি কম হওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে জানান, স্কুল খুলা থাকায় উপজেলার ১২০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষক মেলায় আসার কথা ছিল। ২৫/৩০ জন শিক্ষক এসেছিল, তবে অনেকে মেলার আশপাশে অবস্থান করায় চোখে পড়েনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন